কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রুদ্রশংকরের কবিতা  

ভালোবাসা 


পায়ে পায়ে ডুবে যাচ্ছি আপাদমস্তক

ভালোবাসা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই 

গতকাল সমস্ত ঘৃণা উড়ে গেছে হালাল নেশায়

আমাদের উৎকণ্ঠার দিন

আমাদের কামনার রাত্রি

যেখানে যেমন ছিল, সব ঠিকঠাক রয়েছে সেখানে 


আমি এখন মিছিলে বিন্দু বিন্দু খিদের কুয়াশা দেখি

অতল বোধে বহুদূর চলে যাই সমুদ্রে

নিজের মুখশ্রী লুকিয়ে বার বার অনুভব করি

আস্ত এক অভিমান-মেশানো বাদামি মুখ 


লুকোতে লুকোতে আমি আর কোথায় পৌঁছব, পৃথিবী?

আমার সাত জন্মের বন্ধ চোখে 

আমাকে নিয়ে পালিয়ে যায় ঘুম 

সারা শরীরে রাত্রি নেমে আসে

এমন শিক্ষাহীন রাত্রি! আমি আর কখনো দেখিনি


বলো, আজ আর কতটুকু ছুঁতে পারি তোমাকে?

কতটুকু মুখোমুখি দাঁড়ালে জিভে আসে গোপন কথারা? 

বিশ্বাস করো, সেই থেকে জলে জলে কেটেছে জীবন 

ভালোবাসা ছাড়া আর কোন রাস্তা নেই আমাদের। 


HOME

এই লেখাটা শেয়ার করুন