কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রদীপ দাসের কবিতা

নিরাময় দাও


সন্ধান দাও হে জতুগৃহ

দহনের থেকে পালাবার পথে

কোন ঝর্ণার জল এমন সুপেয় 

মুছে দেয় সব তিক্ত দাহ

সন্ধান দাও সেই স্বাদুতার, 

নিরাময় দাও আজ।


এখানে দ্রুত মুছে যায় প্রেক্ষাপট পরিচিত বায়ু

শ্বাস রোধ হয়ে আসে বদ্ধদশায় তবু

নিরন্ন ভালোবাসা জন্তুর মতন হেঁটে

পার হতে চায় অলীক অলকানন্দা:

জতুগৃহ, নিরাময় দাও নতুন ভাষায়, 

ভেষজের নতুন বর্ণ গন্ধ স্বাদে কোথায়

কোথায় লুকায় প্রেমের অমরা বাসর 

পাখার নিচে কোথায় ঘুমায় শকুন্তলা

আজ এই অবেলায় বলে দাও।


চিরক্রন্দসী মনে অতীতের ঘুণ ঝরে

পাহাড় জমেছে তাই দেখি দৃষ্টি অচল

প্রতিহত হয়েছে চলিষ্ণুতা -- সাথী গেছে

তুলে নিতে ছড়ানো নৈবেদ্যের ভাগ 

বিপ্রলব্ধ ভালবাসা মারণের খোঁজ করে।


অচেতন বিলাসে জমা দ্রৌপদীর শাপ

ক্রমান্বয়ে জমে ওঠা বিমূঢ় বিলাপ

তাপ হয়ে পার হতে চায় আজ দহনের

শেষ বিন্দু সীমা। মনে হয় আরো গ্লানি 

ভরে দিয়ে এই পাত্র ভেঙ্গে দিতে চায় কেউ 

কেউ আজ মেতে আছে আজব খেলায়।


শুধু তুমি প্রত্যাশার অবশিষ্ট উপায়

এই অবেলায় বলে দাও পথে কোথায় সেই

নিরাময়ী ঝর্ণার জল, বিপুলা ভেষজ

হে জতুগৃহ আজ তুমি নিষ্ক্রমণ দেখাও।


HOME

এই লেখাটা শেয়ার করুন