কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সৌভিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা

গুগল ম্যাপ থেকে

 

বিকেলের মাফলার নেমে আসে শীতের গহীন জঙ্গলে

হলুদ পাতার বিছানায় ঘুম ভেঙ্গে আমি উঠে বসি

দূরের পাহাড় ছাড়িয়ে, আরো দূরে

কোথাও আদিবাসী গ্রামে বেজে ওঠে ম্যাজিক-মাদল

সন্ধের চাদরে মায়ার আগুন জ্বালো তুমি

আমি দূর থেকে কাঠ এনে জড়ো করি আরো

সারারাত আগুন পোহাই, আর সেঁকে নি শীতার্ত শরীর

চরাচরে চাঁদ ওঠে পুরনো কলঙ্কের মত

জঙ্গলে তুমি পোড়ো, আমি পুড়ি, পুড়ে আমি কালো হয়ে যাই

মেঘে মেঘে ভেসে যায় কবেকার মহুয়া-অঞ্চল

সেই মেঘ তোমার ফ্ল্যাটের জানলায় পৌঁছলে

রমণক্লান্ত তুমি ল্যাপটপে খুঁজে নাও হারানো ভূগোল -

গুগল ম্যাপ থেকে পোড়া আমি হাত নেড়ে উঠি।


HOME

এই লেখাটা শেয়ার করুন