কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কুমারেশ তেওয়ারীর কবিতা  

কার্ভেচার ধরে রাখা আমাদের পেয়ালাগুলি


ওড়ো ওড়ো সুর বাঁশিটি ওড়ো

বাঁশি শুনে কার সে বুকের 

                         আনাজ থরথর


আহা ওই পতাকাতে কী রং মাখিয়েছ রাধা

দেখো ঝরে পড়ছে কুঞ্জবন ঝরে পড়ছে 

সেলফি বনের মালা

এত মায়া আর ছায়া ভেঙে জেগে ওঠা কায়া


কে বলেছে নিষ্ঠুরতা? অনন্ত বিগ্রহ থেকে

যখন বেরিয়ে আসছে সুর

জেনে নিয়ো বসন্তকে ঠোঁটে ধরে

এসে পড়ল বলে কোকিলা কুমারী 


ওগো জেলের পো ধরাচূড়া পরে এবার

নৌকো ভাসাও জলে

তবে দেখো বিকারের পুরোনো থলেটি থেকে

যেন বের না হয়ে আসে দীর্ঘশ্বাস 

থলেটাকে বরং বাঁশ দিয়ে নক্ষত্র পড়ার 

চেষ্টা করে যাচ্ছে যে মিথ্যে ম্যাজিশিয়ান

তারই হাতে তুলে দিয়ে এসো


বন্ধুগন এই বাগবিভুতির শেষে প্রাজ্ঞ মানুষটি পঞ্চত্ব প্রাপ্ত হইলে পর তাহার শরীর হইতে এক জ্যোতি নির্গত হইয়া ছড়াইয়া পড়িল আমাদিগের জানালার ফ্রিল ও দরজার চৌকাঠ সমুহে। আমরাও আনন্দযজ্ঞ গাহিতে গাহিতে ঘাটস্নানের জন্য যাত্রা করিলাম ভরন্ত নদীদের উদ্দেশ্যে


HOME

এই লেখাটা শেয়ার করুন