কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

আশুতোষ রানার কবিতা

স্বাধীনতা


অসৎ ও ধান্দাবাজ মানুষের ভিড়

আমাদের চতুর্দিকে।

আখের গোছানো সাঙ্গ হলে 

সেইসব অকৃতজ্ঞ মানুষকে

ফের দেখা যায় অন্যদিকে। 


আমরা সবাই আজও বোকা পাবলিক।

ঠকছি অনেক তবু সত্যি কি শিখছি ? 


লোভে লাভে আগ্রাসনে 

দুরন্ত দুর্বার বেগে চলমান

জটিল শঙ্কিল লক্ষ 

দুর্বৃত্তায়ন জাতীয় জীবনে। 


নিত্যনতুনের রূপে আর ভাবে

এত বেশি জায়মান

স্পন্দমান থাকে ভালোবাসা 

সমগ্র জীবনজুড়ে

সুখশান্তি স্বস্তিতৃপ্তি

পরিপূর্ণ কিছুই দেয় না।  


আত্মীয়স্বজন আর অন্যান্যের প্রতি 

সমদর্শী নিরপেক্ষ হোক সত্যধর্ম।


HOME

এই লেখাটা শেয়ার করুন