কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সদানন্দ সিংহের কবিতা

রৌদ্র-রাত্রে


পেটে নেই দানাপানি, তবুও ছুটে চলে

                মুখে বেরোয় ফেনাপুঞ্

পিঠে পড়ে চাবুক, কেটে পড়ে রক্ত

ছড়ানো থাকে গোমতীর যত্তোসব ইলিশ

শুধু শোনা যায় হৈ-হুল্লোড় উল্লাস

শুধু দেখা যায় কাঠ-ফাটা রোদ্দুর


রাত্তিরে রাস্তাগুলি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়

শেষ হয়েও আর হয় না শেষ



সিম্বলিক


সোজা নয় সোজা নয়, সবকিছুই সোজা নয়


সাত সমুদ্র তের নদী পার হয়ে এলাম

যাকে নিয়ে খেলা করি তাকে নিয়েই ভয় 



ঘড়ি


চাবি নেই, কাঁটা নেই; আছে একঝাঁক সোনালি মুখ

হাওয়া খেলে দোলে, সূর্য উঠলে জ্বলে

কখনো হেসে ওঠে, কখনো রেগে ওঠে


ঝড়ের মাঝে গেয়ে ওঠে গান 


HOME

এই লেখাটা শেয়ার করুন