কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সমিত ভৌমিকের কবিতা

মেঘ


তোমার চোখের প্রতি পলকের মত

উঠোনে নেমে আসে পোয়াতি-শ্রাবণ


আকাশের হৃদয়ে জমে থাকা

শেষ মেঘমালাগুলো

তুমুল বান হয়ে

নেমে আসে

আমার উঠোন-কোলে।


এভাবেই

হয়ে ওঠো তুমি

এক নিরাকার বিরহ

আমার যাপন ঘিরে...



নাম না জানা এক মেয়ের জন্যে


আমার এই অদ্ভুতভাবে বেঁচে থাকার রহস্যটা কী—

তুমি জান অনামিকা ?


শুভ বরফের ঢেউ-এর মতো

একরাম সরলতার চোখ আঁকতে চেয়েছি

বাক্সবন্দি উটপাখির খাঁচার ভিতর।


বোঝেনি কোনো ঝড়ের রাত

কিংবা

দিনের ধূলিঝড়। বোঝোনি তুনিও।


কীভাবে যেন ঝাপসা হয়ে গিয়েছিল চোখ

ওই ঝড় আর ধুলোমাখা আরশিতে!


তবুও

এলে ফিরে আবার


একবুক হতাশামাখা বেদনা ছাড়া

কীই বা আছে আমার, তোমার দেবার ?



HOME

এই লেখাটা শেয়ার করুন