কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দেবীস্মিতা দেবের কবিতা  

একলা আকাশ


আমায় ভালোবাসতে পারো

আমার সাথে হাসতে পারো

আমায় নিয়ে ভাসতে পারো

হয়তো তুমি ফাঁসতে পারো

আবার ফিরে আসতে পারো,

একলা আকাশ।


বৃষ্টি জলে নাইয়ে দিয়ে

মন ময়ূরী গাইয়ে দিয়ে

রোদের ছটা পাইয়ে দিয়ে

এক নদী জল বাইয়ে দিয়ে

মুখ ফিরিয়েও থাকতে পারো,

একলা আকাশ।



তবু যদি মন কেমন কেমন

একলা রাতে যেমন যেমন

ভাবিয়ে তোলে আমার কথা –

চাঁদনী রাতের ঝলক দিয়ে

আমায় তুমি সঙ্গে নিয়ে

যেও না হয় দূরের দেশে,

তাতেও আমার আপত্তি নেই,

একলা আকাশ।


HOME

এই লেখাটা শেয়ার করুন