কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শুভেশ চৌধুরীর কবিতা

অসম্ভব


জানিনা বুঝিনা মানতেও চাইনা 

আজ সূর্য দেখবনা আকাশ দেখবনা মানুষ দেখবনা  


চাই যা তা পাবো না 

সঙ্কল্পহীন একটি দিন রাত্রি 

স্বপ্ন রং ছাড়া 

হৃদয়কে রক্ত দিতে ভুলে যাওয়া 


সম্পর্কের সূতা না থাকা 


সম্ভব যা ছিল তাই কি হয় 

অসম্ভব কী 

যা ছিল না 

বা, ক্ষুধা তৃষ্ণা প্রবল 

যা মিটে 

যা সত্য হয়



ভালোবাসো ধান কৃষক


কয়েকটি রক্তের ফোঁটার মতো গাছের নিচে ঝরে পড়ে আছে কয়েকটি জবা

রক্ত জমে যাওয়ার আগে এই তরল ব্লাড ব্যাঙ্কে জমা হওয়া চাই

কে বলে অধিকার হারা,

কিছু চাই শ্রম

কিছু ভালবাসা, তোমার

তাহলেই বেরিয়ে আসতে পারি

এই ভীষণ ভিসিয়াস বৃত্তটি থেকে

এই একফোঁটা রক্তের জন্যে

রোজ ঘর থেকে বেরিয়ে বলরাম

যাচ্ছে মাঠের দিকে

ফিরে আসা চাই তার মুঠো ভরে নিয়ে একদিন

তরল হলুদ ধান। 


HOME

এই লেখাটা শেয়ার করুন