কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

তৃষ্ণা বসাকের কবিতা

চুম্বনের খুব কাছাকাছি


আমাদের বাড়ি ছিল

চুম্বনের খুব কাছাকাছি,

বালিহাঁস উল্টো সাঁতরিয়ে

দেখে যেত কীরকম আছি।

আমরা বাড়ির লোক,

ছাদের আলসে ধরে ধরে

বরাবর পৌঁছে গেছি

একদম অচেনা শহরে!

পোস্ট অফিস ভেঙে মল,

আত্মহত্যাপ্রবণ স্টেশন,

থাকলেই থাকা যায়,

ট্রাফিক পোস্টটিও নির্জন...

কিন্তু ওই যে বাই,

চুম্বনের কাছাকাছি বাড়ি –

ঠোঁট ঘষে ঘষে ফেরা,

ফিরতে হয়, এমন আনাড়ি! 


HOME

এই লেখাটা শেয়ার করুন