কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অজয় সাহার কবিতা  

স্মৃতিরা কার্নিশে ঝুলে আছে 


কথা হল অগোছালো 

তাতে কি, পরতে পরতে ছিল দোটানা

ঝিনুকের মত ঝকঝকে 

সব দিনতো না থাকারই কথা

ক্ষয় তো হবারই ছিল, রংচটা --


হৈ হৈ করে তবু কেন যে পিছু নেয় 

পরোয়া না ক'রে কোনো কিছুরই

অনেক পুরোনো সব তাকে তুলে রাখা

ধুলো মাখা স্মৃতিরা, সেসবই 

আপাতত তুমিও কি ভুলে গেছো মুখ দেখা আয়নাও ?


গড়িয়ে পড়েছে ছায়া, কিছুটা কম আলো, শহরের অলি

গলি ঢুঁড়ে চুনসুরকির ছাল ওঠা নোনা ধরা ছাদের কার্নিশে গোলকধাঁধায় প'রে এই বুঝি 

আরো নিবু নিবু হয়ে এলো ---


পরে পরে আরও কত নিভে যাবে 

তুমি কি এখনও তা জানো ? 


শেষ হব হব করে আবারও শুরুর 

আয়োজনে ভিড়ে যেতে হয় ---


তুমুল ঝড়ের পরেও 

তিরতিরে হাওয়ারা 

লকলকে লাউ তরতাজা কলমির গায় 

আদর বুলিয়ে দেয়া

একচিলতে নরম অবসরে 

রাধিকা কি আজও বাঁশি শুনে তার 

শ্যাম খুঁজে পাবে ?


HOME

এই লেখাটা শেয়ার করুন