কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রঘু লৈশাংথেমের কবিতা
(মূল মণিপুরি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ)

বাজার


ঠাসা মানুষের দুর্দান্ত ভিড় 

পায়ের ওপর পা মাড়ানো ছাপ

চিৎকার

বকাবকি

এইসব ছোট বাজারের মানুষগুলো  


এখানেই বিক্রি হয় আমাদেরি হৃদয়

মূল্য দিয়ে কিনে নিই, 

মূল্য এক দেহ – যা মৃত। 

পরপর......

বিক্রেতা কতো, ক্রেতা কতো 

এই বাজারে।  


মর্গ কিংবা রক্তে ঢাকা পথ থেকেই বাজারের পণ্য 


তারপর 

ক্রেতার সমাগম বিক্রেতার সমাগম

স্থানহীন সময়হীন হয়ে বেঁচে থাকে

এই বাজারে 

জীবন্তের মৃতের খলনুড়ি হয়ে 




আমি যা চাই


ঐ দড়িটা

আমাকে টেনে টেনে নিয়ে যায়

দিনে রাত্রে কতোবার

রোদে এবং বৃষ্টিতে

এখন

আমার ফুরিয়ে আসা শ্বাস

কাতরায় কোন্ সে হাসপাতালে 


আমি

জানিনা এখন আমারই চিন্তাবোধ,

আমার জগতটা কি 

এক স্বপ্নের গলি  

অতীত কিংবা ভবিষ্যৎ 

এখন আমি 

ধীরে ধীরে উঠতে চাই

আমার এই শয্যা ছেড়ে


এখন বুঝে গেছি

আমার অতীত চিন্তাবোধ

আর বর্তমানে  

কীসের তফাৎ 

সব দেখে যাই, 

যেন স্বর্গ এবং পাতাল


মৃত্যু তো একদিনই

আজ তাই লিখিনি কোনো কবিতা

বুঝে গেছি

আঘাত আর আগুনের উত্তাপ


এখন

আমি চাই

আমার ছোট্ট জগতে বসে

নিরিবিলিতে

আবারো লিখি এক কবিতা  


HOME

এই লেখাটা শেয়ার করুন