কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুবিনয় দাশের কবিতা

পাখি ডাকছে 

 

সকাল বেলার পাখি ডাকছে তার শিয়রে 

দুপুরে মা ডাকছে আয় সর্বনাশী 

বিকালে পিতা ডাকছে --- 

কোথায় গেলি রোদকপালী ?



সব জঞ্জাল


মোকাবিলা হোক, চোখ ধাঁধানো ভাইকে 

দেখে মা বলল, স্কুলে যাবিনা ? 

লিখতে বসেছি অনেকদিন পর 

আজ সব জঞ্জাল দূর হয়ে যাবে    


এক বিখ্যাত কবিকে আমি জানি 

সে হারমনিকা বাজাতে জানতেন না 

অথচ দেখ একগাদা পাণ্ডুলিপি 

বহন করে 

প্রকাশকের দ্বারে দ্বারে ঘোরেন   


আমি জানি এমন সব চরিত্রকে 

যারা খলনায়ক হতে 

বেশি পছন্দ করে, অথচ দেখ 

প্রেম ছিল সোজা 

সে পথে কেউ হাঁটলো না 


HOME

এই লেখাটা শেয়ার করুন