কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রামেশ্বর ভট্টাচার্যের কবিতা

দহন


তুমি কথা বল জীবনের

আমি মৃত্যুর কথা বলি

যদি বল সবকিছু ছেড়ে দিতে

আমি বলি, চুম্বনচিহ্ন এঁকে দাও চিবুকে


তুমি বটের ঝুরির কথা বল

তুমি শোনাও ফলবতী বৃক্ষের কথা

যেভাবে নতজানু হতে হবে আগুনের কাছে

যেভাবে নীরবে দাঁড়াবে রাত্রির দুয়ারে

যেভাবে সব আভরণ খুলে দাঁড়াবে সত্যের মুখোমুখি

যেভাবে সব দাঁড়কাক জড়ো হবে তোমার চাতালে


তুমি দহনের কথা বল

সব পাপ পুড়ে খাক হয়ে যাক

পুণ্য যা কিছু, সব পুড়ে ছাই হোক

শুধু আগলে রাখো মৃগনাভি

বাঁশের মাথায় কিছু ধোঁয়াটে স্মৃতি

এক মুঠো ছাই নিয়ে ফিরে যাও নারীর কাছে


তুমি আমাকে মৃত্যুকালীন প্রার্থনা শোনাও

‘অগ্নে, নয় সুপথা রায়ে অস্মান্’, দেখো

জঠরের গভীরে বেজে উঠছে জীবনের সংগীত

তুমি কথা বল মৃত্যুর, অবিরাম

দ্রোহের শপথে জেগে উঠছে প্রমিথিউস

তুমি কথা বল সততার, আর

বেবুশ বাঁদরেরা উঠছে মগডালে

তুমি কথা বল স্বপ্নের, স্পর্ধী যুবতীর

জরায়ুর জাল ছিঁড়ে উড়ে যাবে সব গাংচিল 


HOME

এই লেখাটা শেয়ার করুন