কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

এ কে এম আব্দুল্লাহের দু'টি কবিতা  

সন্ধ্যা শেষে


আজ ঘোড়া নিয়ে একটা কবিতা লিখেছি। যে ঘোড়া মরে পচে গেছে বহুযুগ আগে। তবুও, এই বুকের কষে উর্বর হতে হতে মরে যাওয়া ঘোড়ার হাড্ডির গুঁড়িতে গজিয়ে উঠছে শত শত উট। তাদের মুখ অবিকল মানুষের মত। 


এই উটগুলো ভাত খায়না। রক্ত খায়। আর আমরা আমাদের দেহ --- ব্লেন্ডারে মিক্স করে তাদের রক্ত জোগাই। 




জলের বয়ান


হাওর বাওর ডুবে গেলে, ফসলগুলো মাছ হয়ে ওঠে। 


আর উঁচুদরের পরিন্দারা পা' ঝুলিয়ে বসুক পিয়ানোর রীডে। দেখুক তোমার 'আগডুম বাগডুম ঘোড়াডুম সাজ'। আর আমার দুপুরগুলো তোমার নেশাখোর জলে শরীর ডুবিয়ে বসুক। 


যদি বহুযুগ পুরোনো ইতিহাস থেকে কখনও, তোমার তাণ্ডবে খসে পড়া খুশিগুলো; গাঁও-গেরামের গন্ধ মেখে বেরিয়ে আসে, আমিও তোমাকে ভালবাসব।


HOME

এই লেখাটা শেয়ার করুন