কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শ্রীময়ী গুহর কবিতা

চৌকাঠ


চৌকাঠ ছোঁয়া চিলতে রোদ্দুর

সেইটুকুই তো এক আকাশ চাওয়ার ছিল!

ছিল মেঘবালিকার কোমল বুকের

এক টুকরো বর্ষার --- ঘনসিক্ত আভাস!


সে কি হারাবার ?


পাহাড় কোলের তিরতির ঝরণার গান ---

শুনেছো কবি তুমি ?

নাকি শুধুই

আখেরে গেঁথে চলেছ --- সহস্র অজুত

জন্মান্তরের প্রণয় ?


হয় তো কিছুই হারাবার নয় 

নয় কিছু ফিরে ফিরে পাওয়ার 

চিলেকোঠার জানলা ঘেরা পাখির আসার

পুরোনো ফেলে রাখা খড়কুটো

মনকেমনের কেমন এক মাদক নেশা।


জানো শিল্পী তুমি ?

নিষিদ্ধনিঃঝুম একা দুপুরের

কার একবুক প্রতীক্ষার

হাতছানির সর্বনাশা দুরাশা!

তুমি এঁকেছ সে ছবি ?

নাকি কেবলই

রঙহীন ছবিতে ধূসর পর্দায়

লুকিয়েছ তুলি তোমার ?


আজও চৌকাঠ ছোঁয় ... রোদ্দুর, বর্ষা, শীত, বসন্ত

আজও মনকেমনের পাতায়

নতুন চোরকাঁটা ক্ষত ঢালে

আজও তেমনই

অপেক্ষিত হৃদয়ে জন্ম নেয় অভিসারি রাত!

আজও পথ রেখেছে আল্পনাটি সযত্নে এঁকে

শুধুই প্রতীক্ষায় তোমার 


HOME

এই লেখাটা শেয়ার করুন