কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রত্যুষ দেবের কবিতা

কোলাজ


বৃষ্টিছাপ বুকে লেগে আছে তার

চর্যাপদ শরীরে ও চুলে

তিতিরের ভীত ডানা স্নায়ু ও সন্ধিতে খোলে

সোনালি দুঃখেরা সব খেলা করে

হাতের আঙুলে


শিহরণ বৃক্ষপত্রে, শিহরণ অনুগত ঘাসে

হরিণ দুপুর জুড়ে হিজলের ছায়া তাকে ছুঁলে

ঘুমন্ত মাটিও জেগে ওঠে

বহুব্রীহি অনিন্দ্য উল্লাসে


পোয়াতি মেয়ের দল খেলাচ্ছলে তাকে

রাত যদি এনে দেয় ভালো

নক্ষত্রের আমন্ত্রণে চাঁদ যদি যায় স্বয়ংবরে

শান্ত দীঘির জলে চুমো খাবে

জোছনার আলো


সে আলো মিশে যাবে

শুশ্রূষার দুই হাতে তার

দ্রোহের সমস্ত ভাষা, ক্রোধের সমস্ত কারু

চারু ভ্রান্তি, তরল গরল অন্ধকার

সব শেষ, তার হাতে মুক্তি পাএ আজ

হীরণ-কিরণরেখা উদ্ভাসিত বীজতলা

জীবনের নতুন কোলাজ।


HOME

এই লেখাটা শেয়ার করুন