কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুব্রত দেবের কবিতা  

বেঁচে থাকা 

       

ভুলে যেতে চাই বলেই যাকে দেখামাত্র

দূরদূর করে তাড়িয়ে দিতে তৎপর হই

সে এক লাফে চড়ে বসে মাথার ওপর!

কোনোভাবেই নামাতে পারি না তাকে।


যাকে মনে রাখতে চাই বলে

হাতে-পায়ে ধরে প্রার্থনা করি, 

সে এক ঝটকায় সমস্ত বন্ধন ছিন্ন করে

চলে যায়!

   

মনে রাখা না-রাখার এই খেলায় তাই

বার বার হেরে যাই আমি।

আমাকে হেরে যেতে হয়।

       

একে শিরোধার্য করেই বাঁচা আমার,

বেঁচে থাকা,

জয়-পরাজয়।


HOME

এই লেখাটা শেয়ার করুন