কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট--সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অশোকানন্দ রায়বর্ধনের কবিতা

রাইমঙ্গল ১


রাত পোহালেই জমজমাট হয়ে উঠবে

মথুরার পাইকারি হাট খদ্দের ব্যাপারীর দৌড়ঝাঁপে

অথচ তোমার নূপুর এখনো শুনি নাই


ঘাটে ডিঙি নিয়ে আমি তারা গুনছি একাকী

কদমের ডাল থেকে রাতপাখি দিচ্ছে চোরা শিস

নড়ে চলেছে নিরন্তর তমালের পাতা, অনাথ বাতাস

চাঁদ দেবে শেষ ডুব দিগন্তের যোনির আঁধারে

অথচ কই, তোমার শরীরের হরিণাভি গন্ধ

দেখি, যমুনার চঞ্চল কালোসাপ ভেঙে ভেঙে

চুমু খেয়ে যাচ্ছে আমার কৃষ্ণনৌকোর শরীর

স্পর্শসুখে কাঁপছে সে। আমি কাঁপছি সখিস্বভাবে

অথচ কোনো ছায়াকে বলতে পারি না --- এ তুমিই


এখানে এলেই গোপবালাদের কাকলি ছাপিয়ে

একটা কণ্ঠ হঠাৎ হয়ে যায় পিকগান

আমি তাকে চিনে নিয়ে বলতে পারি

আমার জন্যে তোমার আকর্ষক ইশারা


আমি জানি রাই মথুরার বাজার তোমার

অভিসার-ছুতো বিপণনের সঙ্গে যৌনতার পণ্যসংস্কৃতি 

হাটের পথ দধিভাণ্ড নিয়ে তুমি আসবে শ্রীমতী 

উজান গাঙের উদোম নাইয়ার কাছে

সেই স্বপ্নেই আমি দাঁড় নিয়ে দাঁড়িয়ে বৃন্দাবনী সারেং

অথচ এখনো শুনিনি তোমার সাংকেতিক কলগান।


HOME

এই লেখাটা শেয়ার করুন