কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুদীপ ঘোষালের কবিতা  

জলজ


পানসি নৌকায় স্বপ্ন দেখেছি

মুহুর্মুহু জলজ হয়েছি

দাঁড় টেনেছি উল্লাসে


আজ পালতোলা নৌকা যান্ত্রিক


জল বেয়ে যায় রোবোট জীবন


কালের গতিতে স্বচ্ছল হাওয়া

জীবন ঠেলে ঠেলে বায়


বর্তমান জলজ হতে ভুলে যায়...



ভালবাসি


সময় সামনে এলেই ভালবাসি বলতে পারে না লজ্জা

অথচ বসন্ত অন্তরের কথা রটিয়ে দেয় বিশ্বময়

মুক্ত ভালবাসা তার বিচিত্র রঙে রঙিন

সে বাক চাতুর্যে প্রকাশ করে না ভাব

সৌরভেই তার পরিচিতি জীবনের কাছে


একশ তিরিশ কোটি এক ঘর নীরবতা দাও

সবুজ দাও মেঘের ভেলা নামুক বৃষ্টি আশায়

ভিজতে ভিজতে গাছের আনন্দ দোলা, নীরব ভাষায় জীবন প্রবাহ গানে গানে বলে যায়

ভালবাসি ভালবাসি ভালবাসি...



পরিণতি


গ্রীণহাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং

উষ্ণ দৈনিক খবর,প্রচারের ব্যানার

কেউ শোনেনি সবুজ কথা দূষণ ব্যথা

দু শো বছর পরে হলুদ জীবন

সুনামি, প্লাবন ধ্বংস ভুবন

আরও দু শো বছর পর

পুনর্জন্মের আবেদনে সবুজের দয়া

গোলোকে থামে গরম বাতাস

সংগীত শব্দে জাগে জীবনের আশ...


HOME

এই লেখাটা শেয়ার করুন