কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

তনিমা হাজরার কবিতা  

বেনোজলের মেয়ে


নকশিকাঁথার ওপারে তোর ঘর,

তোর জন্য অপেক্ষমান এই শহর,

তোর জমি জুড়ে নোনা জলের স্রোত,

তোর ভালবাসায় গোপন ঘরে নীলচে অবরোধ।


তোর লোকাল ট্রেনে পাড়ি,

তোর ভিজল শিফন শাড়ি 

ভিজে গেলো রে সপসপ,

নগ্ন শহর গিলছে যে তোর যৌবন গপগপ।


তোর ঘরেতে নেই ভাত,

তোর শ্রমের উপর দাঁড়িয়ে থাকে এই শহরের খয়রাত।


যদি আজ মেঘ ডাকবেই তোর ঘেন্নার,

যদি আজ জল গড়াবেই তোর কান্নার,

তবু, হাত বাড়িয়ে আগড় দেবার নাগর যে কেউ নাই,

যে তোর কাপড় খুলে রক্ত চোষে তার টাকাতেই ঢেকুরে আইঢাই,

তোর আবার সতীপনার বাই।

তোর আবার জীবনের রোশনাই। 


তোর পাথর চাপা কপাল,

তোর যে ইষ্ট নাড়ুগোপাল, 

তোর আবার বুকের নীচে দিল,

ফুটন্ত এই শরীর নিয়ে তোর একি রে মুশকিল?


গতরখাকি, নষ্ট শহর তোর গতর চুষে খাক,

তুই নীরব হয়েই থাক,

তোর গতর চুলোয় যাক।


HOME

এই লেখাটা শেয়ার করুন