কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ব্রতীন বসুর কবিতা  

দুঃখের মত করে আসিস


তোর সাথে বন্ধু হওয়া যায়

ঝগড়া করা যায় ভুল ঠিক সব যুক্তি সাজিয়ে

গাছের মত তোর ছায়ায় গা এলিয়ে

কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়

যখন তুই দুঃখের মত করে আসিস।


আমার শোবার ঘরের মেঝেতে একটা টাইলস আছে

যতই মুছি দাগ ধরে রাখে

ঠিক তোর মত

যখন তুই দুঃখের মত করে আসিস।


আমি বরফ দিয়ে হুইস্কি খাই না

জল ঢালি প্রচুর

তুই বলিস এতে স্বাদ নষ্ট হয়

তোর কথার স্বাদ আমাকে বদলায় না

দুঃখের মত করে আসিস না যে আর।


একদিন

কয়েক হাজার বছর বাদে দেখা হলে

বলিস, আমি কেমন ছিলাম যেদিন রাস্তা এক ছিল

তারপর মিলিয়ে যাস, স্পর্শহীনতায়।


দুঃখের মত করে আসিস না আর।


HOME

এই লেখাটা শেয়ার করুন