ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শ্রীয়া ঘোষ সেনের ছড়া  

রাত-কথারা


রাতের মায়া, জড়িয়ে থাকে রূপকথাতে,

রাতপাখিরা বিভোর, তাদের চুপকথাতে।

জ্যোৎস্না মেখে মন-দুখানি, স্বপ্নে দোলে,

ঘোর লাগা এক কল্পনাতে সৃষ্টি মেলে।

বাস্তবতা নিশ্চিত যে, বড়ই কঠিন!

যুঝতে যুঝতে, সময় সময় মন উদাসীন।

আকাঙ্ক্ষা আর ভোগ-বিলাসের ছড়াছড়ি,

মানুষ, ক্রমে নিষ্ঠুর, স্বার্থের কাড়াকাড়ি!

ছুটছে সবাই, ছুটতে ছুটতে শ্রান্তি দেহে;

রাত্রি যেন মুক্তিপ্রলেপ মাখায় স্নেহে।

কিছুটা ক্ষণ, বাস্তবকে সরিয়ে দূরে,

মন ডুবে যায়, ঘুমের দেশে, স্বপ্ন-সুরে।


রাতকথাদের মায়ার জগৎ,

হোক না সে ক্ষণিক!

স্বপ্নরা আজ ভীষণ দামি,

পৃথিবী যখন বড়ই জটিল, বড়ই যান্ত্রিক!

HOME

এই লেখাটা শেয়ার করুন