কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কাকলি গঙ্গোপাধ্যায়ের কবিতা

বিষণ্ণতা


তুমি বন্ধঘরেই থাকো।

খোলা বারান্দার চপলতা সবার হয় না।

মগডালের কাক শুধু খাদ্য চেনে

নির্জন দুপুর তাই খানখান,

বেরঙা বিকেল মুখর অন্ধকারের আবাহনে।

এইখানে স্পর্শ রাখো বিষণ্ণতা,

নিবিড় ঘরে তোমায় দেবো দুই চোখ

একটা মন আর দীর্ঘশ্বাসের আয়ু



বয়েস


যে বয়সের ভুল পাপ ছোঁয় না,

সে বয়েসে একবার সর্ষেখেতে পথ হারিয়েছি

কার্নিশে পা রেখেছি না বুঝেই

চিলেকোঠার ঘরে খুঁজতে গেছি অন্ধকারের বাঁশি


আজ যখন ‘ভুল হল’ বলে হাজারো পাপ

ঢেকে রাখি রঙিন কাঁচে, সন্তর্পণে

মনেও রাখি না, বয়সের জটিলতায় পাপগুলোও

ভুলের সারল্য হারিয়ে ফেলে। 


HOME

এই লেখাটা শেয়ার করুন