কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

লক্ষণ বণিকের কবিতা

সংক্রমণ


অনেককেই সঠিক টিঊন করে উঠতে পারি না তন্নিবন্ধনে অনেক কাজ যা নিজের করার কথা নয় তাও সময়সুযোগ মতো সেরে ফেলতে হয় নয়ত উপরওয়ালার ধমক কপালে লেখা থাকে অবধারিত কিংবা কারো অগোচরে আ-সারা থেকে গেলে নিজের কাছেই খারাপ লাগে, ব্যথাও সৃষ্টি করে অবসরের ঘরে দায়িত্ব প্রতিপালন বড় অন্য জিনিস, দায় স্বীকারে সাহস দরকার ‘কী করব, কী করব’ করে হাত-পা গুটিয়ে ঠুঁটো জগন্নাথ বনে থাকলে চলে না, নিজের 

অক্ষমতার বহর দেখে মাঝেমাঝে নিজেই চমকে ওঠি, অন্য অনেককেই দেখি মুহূর্তে ওসব টুসকি মেরে ঝেড়ে ফেলে ঝাড়া হাত-পা, ‘তোমার বয়স কেন যে হয় না ষোল আমার নাইনটিন’ জাতীয় চটুল গানের সুর সজোরে ভাঁজতে ভাঁজতে আনন্দে গা ভাসান সারা শরীর জুড়ে বরফ-গলা জলের মতো টুপটাপ ঝরতে থাকে উইন-উইন সিচুয়েশান হাওয়ায় ভাসতে থাকে মহার্ঘ আতরের মতো উইন-উইন সিচুয়েশানের জ্বলজ্বলে সৌরভ কাছে থেকে আকার-নিকার সব টের পাওয়া যায় দূর থেকেও দেখতে ভীষণ ভালো লাগে কাকে বলে সংক্রমণ!   


HOME

এই লেখাটা শেয়ার করুন