কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতা

কবিতাগুচ্ছ


বাড়িতে কোনো গাছ নেই

যে হাত বাড়িয়ে আকাশ ছুঁতে পারে

তাই পাখি ও ফুলের জন্যে

অপেক্ষায় থাকে ভোর।


মাথা তুলে দাঁড়াবে কি বল্‌ ?

যন্ত্রণার মতো লেগে আছে ছল।


হারিয়ে গেলে অর্ধেক জীবন

রোপণ করো ঘন শালবন। 


নদী যখন সরোদ বাজায়

মাছের সংসারে তখন আনন্দ হিল্লোল।


কাঁথার স্পর্শ কি তুমি ভুলে গেছ শীত ?

নদী কিন্তু ঢেউ দিয়ে ভাসাবে অতীত।


মেঘকে আড়াল রেখে বিকেলের আলো

ঠোঁটে তুলে নেয় সব শরতের কাশ

ঐশ্বর্যে মুছে ফেলে জীবনের কালো

অদ্ভুত জেগে আছে শ্রীমতিবিলাস।


কথার বৃষ্টি জমে হয়েছে পাথর

লালন করেছো তুমি তাকে

সংগীতমুখর হলে বর্ণমালা ভোর

দেখা হবে আগামী বৈশাখে।


জলের কাছে লজ্জা ঢাকতে নেই

তাই জলে ডুবি জলে ভাসি।


রেগে গেলে সব পাতা উড়ে যায়

আর শান্ত হলেই বসন্ত উৎসব।


১০

শস্য যদি ভুলে যায় মৃত্তিকার ঋণ

অহংকারে নিঃস্ব হয় সংকীর্ণ কুলীন।


১১

ভুলে যাওয়ার আগে একবার স্মরণ করো দিন

রাত্রির অন্ধকারে তুমি বড়ো আপন ছিলে আমার।


১২

‘সবই জানি’ মানে আজ মৃত্যু হল তার

‘শেখার আছে’ বলার মানে জন্ম পুনর্বার।


HOME

এই লেখাটা শেয়ার করুন