কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বনানী ভট্টাচার্যের কবিতা  

দূরে কোথাও


জাগে মানুষ, জাগে কাঠামোহীন অচেনা মন

ধোঁয়া ধোঁয়া রাত, 

              অনমনীয় স্মৃতিদের সংঘাত

হিসেবি বাতাস পলকে লিখে যায়, 

              ছক ভাঙা ইচ্ছা বা অনিচ্ছায়

স্বরচিত বৃত্তের মধ্যে ভঙ্গুর যাপিত জীবন।


জাগে একাকিত্ব, জাগে অনাঘ্রাত অলিন্দদ্বয়

অপেক্ষাদগ্ধ অঙ্গীকারের প্রহর

          মধুজল, মোমবাতি, রাতজাগা শহর

নষ্ট স্বপ্ন, ধূসর দৃষ্টি, চৌকাঠে থমকানো বিস্ময়।


HOME

এই লেখাটা শেয়ার করুন