কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অরুণিমা চৌধুরীর কবিতা  

ভাঙন


স্বপ্নের বাইরে এসে দাঁড়ালে নিজের 

ছায়াটিও কি মসৃণ ঘন কালো 


যারা চলে যায়, রজোনিবৃত্তির পর 

তাদের কথাটি ভেবে লেখা

শোকপ্রস্তাব, পাতাগুলি সাদা 


ভেতর বারান্দা থেকে লক্ষ যোজন পথ

পার হয়ে স্তিমিত আলো ভেসে আসে


সিঁড়ির ঈষৎ নিচে সাজানো প্রতিশ্রুতি 

দুয়েকটা কবিতার মতো, মিথ্যে


ভালবাসা এমনই, মিথ


প্রকৃত প্রস্তাবে হাতের ভেতর থেকে হাত 

সরে গেলে ঐতিহাসিক কিছুই ঘটেনা



শূন্যতার ভিতর যতি 


শূন্য ও একের ভিতর যতিচিহ্ন, 

সে এসে দাঁড়ায়, অগাধ ঐশ্বর্য

শান্ত নিমীলিত চোখ

নি:স্বতার নিজস্ব অহংকারে

          সাদা কাপড়ে মুখ ঢাকা


তুমি আমাকে মৃত্যুর কথা গোপন করো


আমি তোমাকে চমকে দিয়ে সহস্র আলোর কথা লিখি


আর কিচ্ছু হারাচ্ছি না 

রিক্ত হাত রক্তের আঁকিবুঁকি


অজস্র ক্ষত বুকে নি:স্ব মানবী


একান্ত আয়নায় অহংকারী

জলের অক্ষরে লিখে রাখে,


"বিশ্বাস ও ভালবাসা পাপ নয়” 


HOME

এই লেখাটা শেয়ার করুন