কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিজয়া দেবের কবিতা  

নারী


শঙ্কিত পায়ের ছাপ রেখে ধুলোমাখা উঠোনের বুকে

চলাচল করেছিল যে, সে আজ

উদ্ভিন্নযৌবনা।

ভোরের আলোর স্বচ্ছ কুহক-আলো

এখন বিকেলের রক্ত-আলোর ধারাস্রাবে

উন্মুক্ত-প্রখর।

নারী কাঁদে, মৃত্যু আবাহন কাম্য হয়

তার কাছে, হায় ! শিকল দৃশ্যমান

না হয়েও পাকে পাকে বাঁধে তাকে

লতা-গুল্মের অরণ্য-বাঁধন।

মিডিয়ার ভাঁজে ভাঁজে আদিম আঁধার

শীৎকারের ধাতব শীতলতায়

ছেয়ে যায় চারপাশ। তবু বলি,

কাছে আয় মেয়ে, তোর করাঙ্গুলিতে

লেগে থাকা রক্তবিন্দু লাগুক এই হাতে।

সপ্তডিঙ্গা মধুকর-বেহুলা জীবন গাথা

পুনরায় লেখা হোক, তৈরি হোক

নব্য মনসামঙ্গল।


HOME

এই লেখাটা শেয়ার করুন