কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় আগস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ইন্দ্রনীল সেনগুপ্তের কবিতা

বলো 


আমার পুনর্জীবনের জন্য একটা মৃত্যু জরুরি,

তবুও দেখি, দেখি কতটা বেঁচে থাকতে পারি,

তুমি বলেছিলে সবুজ রঙ মানে নতুন ফসল,

কিন্তু ফসল ধূসর হয়ে যায়-

সেখানে এক রঙের খেলা চলে।


বাড়িটা দেখছ পাঁচিল ঘেরা,

ওখানে থাকব আজ থেকে,

তুমি বলেছিলে গ্রীষ্ম বড় হলুদ করে দেয়,

আর শীত আনে সোনালি শুষ্কতা লালচে আভা,

গাছে ডালে আর ঝরে যাওয়া পাতায় পাতায়।


এত সব রঙ দেখতে নতুন চোখ নেব আমি,

কিন্তু চোখ কি আলাদা মেলে? পেতে হবে 

নতুন শরীর- অতএব পুনর্জন্ম- তথা

মৃত্যু, কিন্তু কোন মৃত্যু কি স্বয়ম্ভু হয়!


কোন মৃত্যু কি আবরণ ফেলে সমস্ত প্রাচীনে

কিছুই কি থাকে না কোন ভাবে, কিভাবে সন্তান 

তবে পায় পিতার মুখ, কিভাবে মেয়ের মধ্যে

বেঁচে থাকে মা? কিভাবে ধরি বলো রঙের খেলা?


নিদারুণ খেলা রঙের! বলো কিভাবে ধরি বলো!



HOME

এই লেখাটা শেয়ার করুন