অনুগল্প

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

আলো
সুদীপ ঘোষাল

হাওয়াতে ভেসে চলেছেন প্রভাতবাবু। ফুরফুরে মেজাজে তার নিত্য আসা যাওয়া স্কুলের পথে। একজন ছাত্রী তার নিত্য সাথী। সে নবম শ্রেণীর। তার সাথে আসা যাওয়া কলিগরা অন্য চোখে দেখে। বাঙালি একটি যন্ত্র প্রথম আবিষ্কার করে। সেটি হলো ষড়যন্ত্র। হাসতে হাসতে বলেন কলিগদের। উত্তরে তারা বলেন, সত্য উদ্ঘাটিত হোক ।

বেশ কয়েক মাস পরে একদিন স্কুল ছুটির পর পিছু পিছু কলিগরা তাদের অনুসরণ করলো। প্রভাতবাবু ছাত্রীকে নিয়ে ঘরে ঢুকলেন। অকৃতদার তিনি ।
কলিগরা বাইরে থেকে দেখলো এক ঘর আলো শিক্ষক ও ছাত্রীর চোখেমুখে। তারা আলোর সাধনায় নিবিষ্ট।

অবশ্য সঠিক সময়ে ছাত্রীটির অভূতপূর্ব সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষককে পুরস্কৃত করা হলো।

                                                                                                                                     HOME

এই লেখাটা শেয়ার করুন