কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অভিজিৎ চক্রবর্তীর কবিতা

তন্ত্রকথা – ১ 


আসলে তো সব পথে মৃত্যুমুখীনতা

আসলে রাতের পরে সীমানা ফেরার

যে কথা বলবে তাকে বন্দি করে রাখা

তুমি আমি লাশ সব লাশের ভাতার


শবদেহ হেঁটে যায় কথা বলে গায়

ধিকিধিকি অন্ধকারে পাঁজরের জ্বলা

পেটেপিঠে দু'দিকেই পেরেকের পোতা

কাঁচা ঘুমে শুরু হয় মৃত্যুর কাফেলা


আসলে তো জানা কথা তবু জানা নয়

শহরের মোড়ে মোড়ে অচেনা সে বাঁক

ঠোঁটের মালিক যার অধিকারে থাকে

তাকে খুঁজে ধাওয়া করে ধরে নেওয়া যাক


ভেতরেই মরে আছে চোখে মুখে ফোটে ভোটার তবুও

যদি কিছু করে ফেলে ভুল পথে গেলে ছুরি মেরে দিও


HOME

এই লেখাটা শেয়ার করুন