কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মেঘনা চট্টোপাধ্যায়ের কবিতা  

চৌষট্টি খোপ 


কারা যেন বারে বারে প্রেম বেঁধে দিয়ে যায় আঁচলের খুঁটে,

কিছু তার খুঁজে পাই, কিছুটা হারিয়ে যায় একা রং রুটে।

রাতের ওপার থেকে সোনালি-সবুজ আলো ঘোর হয়ে আসে,

বিষাদের বিষ মেখে প্রিয়নাম হয়ে ভাসে বাতাসে বাতাসে।

ফুরোনো পুতুলখেলা, পুরোনো তাসের দেশ, পোড়ো ঘরবাড়ি,

ক্ষয় বুকে ভেঙে যেতে, ভেসে যেতে যেতে দেয় ‘জীবনের আড়ি’।

অভিমানী জলছাপ চিনে নেওয়া, কিনে নেওয়া কানাকড়ি দামে,

খেলার নিয়মই এই, নিয়মের খেলা চলে নামে ও বেনামে।

কে জানে কখন কবে কোথায় যে উল্কারা ঘুম ভালোবেসে

রাতের নিকষ জুড়ে ঝরে যাবে ফকির, বাউল আর চারণের বেশে।

যে জল ছুঁইনি, তবু যে ঘাট পারিনি ছেড়ে যেতে,

তারই কোন ধাপে আজ বসুধারা এঁকে দিই জোনাকি-আলোতে।


HOME

এই লেখাটা শেয়ার করুন