কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

পাস বাই        

উৎস রায় চৌধুরী


রন্ধ্র পুষে রাখে দিনমান ছবি

ভুল ভুলেই যা মেপেছিলাম

দেখা হয় না অথবা হয় নিরুত্তাপ

অপ্রসংগত বেলা, ঝাপসা বালি


এসবের সাথে শুধু টুপ টুপ

পুরনো দীঘির গল্প

চেপে চেপে সইতে সইতে

ছিটকে চাকার দৌড় বিতান



আমরা দুই গোলকের তীর

কেমন দুমুখো হয়ে গেলাম


                                                                                                             


প্রথম পাতার পর      

উৎস রায় চৌধুরী


এমন কিছু নেই যা দাগের মতো

ঘুণ ধরলেও উঠে যায় না, খ্যালে

প্রথম দিনের পর কয়েকদিন তারপর

শুরু হয় আলোকে নির্লোভ অন্ধকার

বিষ থেকে ভাষায় করার ক্ষীণ গান


এমন সবই সব বদলের পাড় রঙ

গুলিয়ে খেলে পড়ে থাকে খোলা চাঁদ

পীড়ের আদালতে যে পাতায় পাতা

তা কিছুই না শুধু সহজিয়া

মা শীতলার মতো আদুরে পাঁকে

সব জেনে গোলাপি হয়ে পড়ে থাকে


শেষ থেকে আবার প্রথমে এসে

প্রথম পাতার পর------------------

 

                                                                      HOME

এই লেখাটা শেয়ার করুন