কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সঞ্চরণশীল

আশুতোষ রানা 


আমাকে আমার মতো হতে দাও

স্বচ্ছন্দ স্বাধীন চলাচলে---

যেরকম তোমাকে দিয়েছি  

খোলামেলা সব। 

কোনোকিছু না ঢেকেই ছাড়ো---

এ মাটিতে শুধু জলে বেঁচে আছি

সমাদরহীন--- অবিন্যস্ত মনে 

আমাকে নেয়নি কেউ আজও।

তাই নিরুৎসবে পুড়ে মরে মন--- 

রাশি রাশি ছাই অনেকের কাছে ; 

এ থাকা না থাকার মতো।

তবুও তো এই সত্তা কবিতা ফলায় 

তাকে ভেবো না হে খুব সহজিয়া।

এই সোজা শীর্ণপথ বারে বারে 

রুদ্ধ করে দেয় কেন সভ্যতা-সন্ত্রাসে?

ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নফলা সাহিত্যবলয় ধরে

সকলের সাথে মিলেমিশে থাকে।

তবু কেন বাদ সাধো পুরানো বিবাদে?

ছিন্নমূল তৃষ্ণার্ত প্রেমের নতুন প্রবাহে

যদি যাই কিছু করার উদ্দেশ্যে

চৈতন্যের মধ্যে ওঠে আলোড়ন---

তার থেকে রেখা-লেখা সমন্বয়-বিভাজনে 

মূর্ত ও বিমূর্ত লক্ষ কবিতাশরীর।

আমিও তো ভাবসাগরে জলের ডুবুরি

থেকে রত্নের সন্ধানী একজন--- 

যদি পাই কিছু কাব্যরত্নকণা। 


                                            HOME

এই লেখাটা শেয়ার করুন