অণুগল্প

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]
দড়ি ও মালা 
যুগান্তর মিত্র

রহিমুদ্দিন একটা ফুটখানেক দড়ির টুকরো ছুঁড়ে মারল নদীর জলে। পুরোহিত শ্যামাপদ গতকালের বাসি মালাটা জলে ফেলে দিতেই ভাসতে থাকা দড়ির চোখে পড়ল। হালকা চেহারা নিয়ে সে মালার পিছু নেয়। মালা তখন শরীর মেলে দিয়ে ভেসে যাচ্ছিল আপনমনে। গতি বাড়িয়ে একসময় মালাকে ধরে ফেলল দড়িটা। সে তার লম্বা শরীর মালার বৃত্তের মধ্যে গলিয়ে দিয়ে জড়িয়ে ফেলল মালাটাকে। মালার শরীরে শিহরণ লাগল। সে দড়িকে ছাড়াতে চাইল না। দুজনেই ভেসে চলল স্রোতের টানে।

ঘাটের ধারে বসে থাকা পাগলি ভানুমতি কী মনে করে হঠাৎই ঝাঁপিয়ে পড়ল জলে। দড়ি আর মালা ছিটকে গেল। আকাশে তখন ঘন মেঘ কালো করে ছেয়ে ফেলেছে চারিদিক।  
                                                                                                     HOME

এই লেখাটা শেয়ার করুন