কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কর্পুর

শুভেশ চৌধুরী


মায়া উবিয়া যায় ডুবিয়া মরে রাই

অন্ধকার বাতাসে ভাসিয়া ওঠে সুর কালো আলো হয়

রস ভক্তি কাহার নাই শূন্যই ঐ সৃষ্টি

রাই কিশোরী রাত ও দিন পার্থক্য করে নাই 



পক্ষ

শুভেশ চৌধুরী 


বিরোধ আগুনের মত পুড়িয়ে ফেলতে পারে 

                                      গ্রাম শহর

বিরোধ ধ্বংস করেছে ট্রয়, হস্তিনাপুর 

আজও তার তাপটি লাগছে শরীরে

দাঁড়িয়ে আছে দুই দিকে পক্ষটি ও বিপক্ষ দল


পুড়ছে আজ সিরিয়া সুদান

হত্যা, ধর্ষণ, লুট, ক্ষুধা

জীবন জীবন থেকে সরে যাচ্ছে দূর

ফুলের বাগানে আজ আগুন


বিরোধের কাছে পাঠাও আজ

বসন্ত শাদা পায়রা। বৃষ্টি ও শীতল পানীয়

পর্দা জুড়ে ভেসে আসুক লক্ষ শিশু

বৃদ্ধ, নারী, পীড়িতের মুখ

দূরে সরে যাক বন্দুকের নল

ভালবাস তুমি হাজার হাজার বছরের পৃথিবীকে

সভ্যতাকে, নদীকে, নারীকে, আকাশকে, নক্ষত্রকে

চোখে আসুক বৃষ্টির গান, ভিজে উঠুক মাটি  

ভরে উঠুক শস্য আর ফসলে


পৃথিবীতে স্বপ্ন দেখাকে যারা নিষিদ্ধ করেছে

এর বিপরীতে

কলম ও তুলি ব্যবহার করে তারা

সুসময়ের এক বিশাল চিত্র এঁকে তুলেছে

তাই যুদ্ধ প্রাচীন ও নবীনে

কৌরব ও পাণ্ডবে

                          হাভাতে আর সর্বভুকে

অচলায়তনটিই সব চেয়ে বড় বাধা হয়ে আছে

তাই বাস্তিল ভাঙা হয়

ভাঙা হয় দানবের মুখ


থামাটাই মানুষের ভুল

চলাটাই ধর্ম

ঝড়েও ঘড়ি সময় বদলে দিয়ে যায়  


                                                 HOME    

এই লেখাটা শেয়ার করুন