কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মেন্টাল অ্যাসাইলাম ২

অরুণিমা চৌধুরী


বিবর্ণ শোকরঙ পাতা

পাগলাগারদের পথে ছড়ানো থাক

তিল যব ও গঙ্গাজল ছিটিয়ে 

পিতৃপুরুষের সঙ্গে আমারও শ্রাদ্ধ হয় রোজ

প্রতিদিন ছায়াগুলো আরো একটু বেশি স্কিজোফ্রেনিক

হাতছানি দেয় 'চলো ঘুরে আসি'

চোখ বন্ধ হলে হারিয়েও যায়

আজকাল কবিতা লিখিনা

অলীক হাঁটুঝুল ছায়াদের কানেকানে বলি,

"ভালো থাকা বা না থাকাটা তেমন জরুরী নয়, যতোটা জরুরী মরে বেঁচে থাকা.."


কানামাছি 

অরুণিমা চৌধুরী


দেখতে পাচ্ছিনা, তাই চোখ বন্ধ রেখেছি। 

অথবা চোখেদের বন্ধ রাখা বাধ্যতামূলক।

চোখের সামনে এসে দাঁড়ালে  

পিছনের অনেক দূরবর্তী ছায়া দেখা যায়।

এসব দেখার মতো সময় হাতে কম।

চোখ বেঁধে নিলে হুল ফোটেনা

অথচ ভুলগুলো কানামাছি খেলার মতো 

পুরোটাই অনুভবে বুঝে নেওয়া যায়

যান্ত্রিক প্রেক্ষাপটে বদলে যাওয়া মুখ, 

তোমাকে দেখলে ঘাতক মনে হয়,

দেখতে চাইনা, তাই বন্ধ রেখেছি চোখ।

দেখবোনা তাই মুঠো খুলে চোয়াল শিথিল,

ঘাড়ে চেপে বসা জোয়ালের ভার কিছুটা লাঘব

হে মৃত ভালবাসা!

শুধু ভুল অনুভবটুকু এখনো জীবিত।


                                                                HOME

এই লেখাটা শেয়ার করুন