কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দৌড়

সিদ্ধার্থ নাথ


দৌড়তে পারি সটান।


তামাটে বিকেলে লাটিম পাক খায়, 

হাত বাড়ালেই ছায়া আরও দীর্ঘ হয়

বৃত্তের ভেতর দোলন এপাশ ওপাশ।


তবু সিঁড়ি ভাঙি আশমান জমিন।



অতিক্রম

সিদ্ধার্থ নাথ


চেইন টানলেই থেমে যায়

বৃত্তান্ত সমাপ্ত হয়।

সীমান্ত অতিক্রম করে আততায়ী বুলেট।


অতিক্রম করি চাপ চাপ দাগ 

অতিক্রম করি নিজেকে

ঠেকলেই যাই। 

থ্যাঁতলে যায় কিছু প্রশ্ন ও প্রশ্নমালা।

লাটিম ঘুরপাক খায়

ধীরে ধীরে দাগ মিলিয়ে যায়

মিলিয়ে যায় সময় ও আমার ছোট্ট আকাশ।


পথ

সিদ্ধার্থ নাথ


পথ তুমি কত দূর বন্ধু হও

এক ক্রোশ

দুই ক্রোশ

তারপর সব লীন

আকাশ ও মাটি সুতো হয়ে যায়


ভরা বৃষ্টির শেষে

যতদূর চোখ যায় স্বপ্ন ও মায়া

মাঠের মায়ায় ঘেরা মানুষ

কত দূর আর হাত বাড়ানো যায়

হিম সন্ধ্যায় বসুন্ধরা তোমার বুকেই মুখ রাখি

ক্লান্তি ও ঘেন্নায়। 


                               HOME

এই লেখাটা শেয়ার করুন