ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শ্রীয়ার দু'টি ছড়া   

মায়ের সাধ 


মনের মাঝে ইচ্ছে হয়ে

ঘুমিয়ে ছিলি,

চোখের কোণে কাজল হয়ে 

জড়িয়ে ছিলি।

উপস্থিতির প্রথম চিঠি

গর্ভে যেন পুণ্যতিথি!

স্বর্গীয় এক অমৃতস্বাদ,

রোমাঞ্চেরি জলপ্রপাত। 

উন্মাদনায় আত্মহারা,

উপলব্ধির প্লাবনধারা।

মাতৃত্বের প্রথম গানে, 

ভরল জীবন কলতানে। 

আমার এই বুকের মাঝে, 

রাখব তোকে ফুলের সাজে।

অনুভূতির সাক্ষ্মী হয়ে, 

কল্পনাতে থাকিস ছুঁয়ে।   


মনের মাঝে


তার চোখের মাঝে

ডুবেছিলাম, কখন যেন

অজান্তে,

তারই ছবি বাঁধলো বাসা

মনের মাঝে

একান্তে।

একা হতে মন চায় তাই,

ভিড়ের মাঝে পালিয়ে

বেড়াই –

নিভৃত কোন্‌ হাতছানিতে

বার্তা আনে দিগন্তের।

তারই ছবি, তারই কথা

আজও আছে

মনের মাঝে

একান্তে।


HOME

SHARE THIS PAGE!