কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

মেঘনা চট্টোপাধ্যায়ের কবিতা

নটিক্যাল মাইল


যতদূর এসেছিলে

ভুল করে অথবা খেয়ালে


চোখ রেখে বাতিঘরে

বিষণ্ণ নাবিক তুমি শোনো


যত জোর ঢেউ দিক

নিবিড় নোঙর ছিঁড়েখুঁড়ে


তোমার সপ্তডিঙা

তার বেশি যাবেনা কখনো


যতদূর এসেছিলে

বাসনায় অথবা বিরাগে


গুনে গুনে তত পা'ই

অবশেষে ফিরে যেতে হবে


যতই গতির মুখ

হাওয়া মোরগের অনুগত


চেনা মন বুঝে নিতে

কে আর পেরেছে বলো কবে



                       HOME

এই লেখাটা শেয়ার করুন