মুক্তগদ্য

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

বিশ্বাস করা ভালো
শুভেশ চৌধুরী

আমি বিশ্বাস করি, বেঁচে আছি, শুধু আমার জন্য নয়, জল দেওয়া আছে, সংসারে, সমাজে, আমিও তো, জল পান করি, তৃষ্ণা মেটাতে।
আপনিও, সেও, এই প্রচেষ্টা, চাকা সচল রাখে, বিশ্বাস করি, অনন্ত বিশ্বের। বিদ্বৎ জনের বা প্রতীক হিসেবে ধরি, ক্ষুদ্র পিঁপড়ের বিশ্বাসটিও, এই চাকার বল।
যাহা কিছু আছে, যা কিছু বর্তমান, একটি ধনাত্মক ক্ষমতার ঋণাত্মক ক্ষমতার উপর জয়। এই জয় ব্যক্তির জীবনে, সমষ্টির জীবনে ঘটে ও ভোরকে প্রত্যক্ষ করি, সত্য বিশ্বাস।
শিখিয়াছি সাংখ্য দর্শনে, নিত্য নৈমিত্বের দ্বন্দ্বে, প্রতিটি পার হওয়া রাস্তা সমুদ্র, নাই ও আছির মধ্যে যুদ্ধ, বিশ্বাস, এই জয়টি ঘটায়। ক্লান্ত হয়ে পড়ে আছে যারা বা মাতাল ব্যতিক্রমী, তাদের হয়ে বিশ্বাস তার পরিবার তার শুভানুধ্যায়ীরা করেন, তাই উদ্ধার, পতন হতে, ওই ব্যক্তির। ব্যক্তি, মূল স্রোতে ফিরে এসে, আরো সবল, আরো বেশি ভালোবাসে, নিজেকে, সমাজকে।
যাহা অচল মুদ্রা, সঠিক ব্যবহারে তাই সচল লক্ষ্মী, বা বিদ্যা, চঞ্চল লক্ষ্মী, একবার ভাবে, ব্যক্তি বা সমষ্টিকে, স্থানচ্যূত করতে, বিশ্বাসটি সমাজ পরিবার থেকে পাওয়া।
একিলিসএর কথা মনে হয়, মনে হয় হার মানা শ্যামলশ্যামলীর কথা, যুদ্ধ কেউ হারে না, নিজে নিজেই না হারলে।
আজকাল অনেক পরামর্শদান সেবা আছে, মানুষ মানুষের পাশে থাকলে, বিচারালয়-এর তুলাদণ্ডটির মতো হেলে থাকবে না, মাটির উপর পা দিয়ে দাঁড়াবেন একজন মানুষ ও প্রতিষ্ঠান। যদিও বিশ্বাস কখনও আরোপিত হয় না, ভিতর থেকে জাগতে হয়, তবু সার জল, তাপ, উত্তাপ তো আছেই, মালিকে আহবান করি। 
                                                       HOME

এই লেখাটা শেয়ার করুন