আলোচনা 

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বইপত্র, লিটিল ম্যাগ
আলোচনা

  1. শাব্দিক (৪০ বর্ষ, প্রথম সংখ্যা, বইমেলা ২০১৭) পেলাম। প্রধানত এটা কবিতার কাগজ। তবে কবিতা ছাড়াও কবিতা বিষয়ক গদ্য বা মুক্তগদ্য, বইয়ের আলোচনা এসবও থাকে। ভাবতে ভালো লাগে একটা কবিতার কাগজ চার দশক ধরে একনাগাড়ে বের হচ্ছে। আগে ত্রৈমাসিক ছিল, এখন ষান্মাসিক। এবারের সংখ্যায় কবিতা লিখেছেন মিলনকান্তি দত্ত, অমিতা চৌধুরী, গোপেশ চক্রবর্তী, সুতপা রায়, দেবব্রত দেব পুরকায়স্থ, আল্পনা দেবনাথ, কৃষ্ণেন্দু দাস, লিপিকা দেব, সুশান্ত বান্দা, চিত্তরঞ্জন দেবনাথ, অনিল কুমার নাথ, মৃণাল কান্তি দেবনাথ, প্রসেঞ্জিৎ দাস, লক্ষ্মণ বণিক, খোকন সাহা, বাঁধন চক্রবর্তী, পার্থ দত্ত, শেফালী দাস, লক্ষ্মণ কুমার ঘটক, কৃষ্ণকুসুম পাল, পিঙ্কু চন্দ, সুদীপ্তা ধর, মৌলিক মজুমদার, অপু লোধ, দেবাশ্রিতা চৌধুরী, ধ্রুব চক্রবর্তী, সদানন্দ সিংহ, পায়েল দেব, স্বপন কুমার দাস, নবীনকিশোর রায়, ছোটন দে, নকুল রায়, নিখিল তালুকদার, সন্‌জিৎ বণিক, দীপিকা বিশ্বাস। কবিতা বিষয়ক গদ্য লিখেছেন নকুল রায় এবং বইয়ের আলোচনায় অশোক দেব। সম্পাদকঃ সন্‌জিৎ বণিক। যোগাযোগঃ মধ্যবনমালীপুর, লালবাহাদুর শাস্ত্রী সরণী, বনমালিপুর, আগরতলা, ত্রিপুরা, পিন ৭৯৯০০১, ইমেল baniksanjitkumar@gmail.com  
  2. পাখি সব করে রব (৪র্থ বর্ষ, ফেব্রুয়ারি ২০১৭ সংখ্যা, মার্চ ২০১৭ সংখ্যা, এপ্রিল ২০১৭ সংখ্যা)। এটা একটা অব্যবসায়িক মাসিক কবিতার কাগজ। ত্রিপুরার ধর্মনগর থেকে প্রকাশিত। ত্রিপুরায় এই মুহূর্তে মাসিক কবিতার কাগজ আর আছে বলে জানা নেই। ফেরুয়ারি, মার্চ, এপ্রিল সংখ্যায় যাঁরা লেখেছেন তাঁরা হলেন প্রদীপ চৌধুরী, জাহিদ সোহাগ, ব্রজেন্দ্রকুমার সিংহ, পীযুষ রাউত, তন্দ্রা মজুমদার, মিলনকান্তি দত্ত, অজয় কুমার রায়, রশমি আফগান, সমর চক্রবর্তী, অনন্ত সিংহ, সুব্রত দেব, নীলদীপ চক্রবর্তী, সুমন পাটারী, সুমনা রায়, চিরশ্রী দেবনাথ, হাবিব মণ্ডল, মন্টু দাস, সুব্রত রায়, হরিহর ভট্টাচার্য, সেলিম মুস্তাফা, মুজিব ইরম, মৌলিক মজুমদার, স্বাতী ইন্দু, প্রদীপ মজুমদার, তমা বর্মণ, সঞ্জীব দে, অরিজিৎ দেব, জাহানারা ইয়াস্মীন, কিশোর রঞ্জন দে, অরূপ দত্ত, অজিতা চৌধুরী, পঙ্কজ বণিক, নির্মল দত্ত, রসরাজ নাথ, সুমনা রায়, মন্টু দাস, নিবারণ নাথ, বিনয় সেন, তমাল শেখর দে। সম্পাদকঃ পীযুষকান্তি দাশ বিশ্বাস। যোগাযোগঃ ষোড়শী ভিলা, বাঘা যতীন সরণি, পোস্ট অফিস- ধর্মনগর, উত্তর ত্রিপুরা, পিন-৭৯৯২৫০, ইমেলঃ- dasbiswaspijush@gmail.com 
  3. অন্তঃকরণ (৫ম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭)। এটাও কবি ও কবিতার কাগজ। “শূন্যতার ভিতর স্থান নেয় স্মৃতি, বাজ। গর্ভে তখন আলোড়ন, আনন্দ নতুন সৃষ্টির”। এভাবেই অন্তঃকরণ এগিয়ে যায়। এ সংখ্যায় কবি ও কবিতা বিষয়ক গদ্য লিখেছেন অমিতাভ দেবচৌধুরী, জ্যোতির্ময় দাস, শমিতা আচার্য এবং নকুল রায়ের ধারাবাহিক অক্ষর জীবন। কানাইলালের নাটক নিয়ে লিখেছেন লক্ষ্মণ কুমার ঘটক। কাব্যগ্রন্থের এবং কবিতার আলোচনায় সত্যজিৎ দত্ত এবং অনন্ত সিংহ। দীর্ঘ কবিতা লিখেছেন শুভেশ চৌধুরী এবং অজিতা চৌধুরী। এছাড়া যাঁরা কবিতা লিখেছেন তাঁরা হলেন শঙ্খপল্লব আদিত্য, পীযুষ রাউত, স্বপন সেনগুপ্ত, রাতুল দেববর্মণ, সন্তোষ রায়, দিলীপকান্তি লস্কর, লক্ষ্মণ বণিক, দিলীপ দাস, সদানন্দ সিংহ, সমর চক্রবর্তী, দেবব্রত দেব পুরকায়স্থ, অভিজিৎ চক্রবর্তী, শোভন মণ্ডল, সংহিতা সিন্‌হা, গৌতম দত্ত, দেবাশিস চক্রবর্তী, অনুরাগ ভৌমিক, বাপী ভট্টাচার্য, ধ্রুব চক্রবর্তী, রাজু ভৌমিক, রাজীব মজুমদার, শুচিস্মিতা মহাপাত্র, অর্জুন দাস, রাজর্ষি চট্টোপাধ্যায়, চিরশ্রী দেবনাথ, উমা মজুমদার, তোফায়েল তফাজ্জল, বৃন্দা নাগ, সিদ্ধার্থ নাথ, তনুজ সরকার, শুভদীপ দেব, সুবিনয় দাশ, স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, আকবর আহমেদ, রাহুল সিন্‌হা, কমলিকা মজুমদার ও অনন্ত সিংহ। সম্পাদকঃ শুভেশ চৌধুরী ও অনন্ত সিংহ। যোগাযোগঃ অলর্কা চৌধুরী, গভর্নর ভবনের পূর্বদিকে, অভয়নগর, আগরতলা, পিন-৭৯৯০০৫, ইমেলঃ antokoron@gmail.com
  4. ভাষাসাহিত্য (১৪তম বর্ষ, ফেব্রুয়ারি ২০১৭)। ভাষাসাহিত্য হচ্ছে ভাষা ট্রাস্ট-এর মুখপত্র। শধুমাত্র সাহিত্যের উদ্দেশ্য নিয়ে বেশ কয়েকজন কবি একত্রিত হয়ে ভাষা ট্রাস্ট গঠন করা হয়েছিল। জানিনা, শুধুমাত্র সাহিত্যের উদ্দেশ্য নিয়ে বেসরকারিভাবে পৃথিবীর আর কোথাও ট্রাস্ট গঠিত হয়েছে কিনা। যাঁরা ভাষা ট্রাস্ট গঠন করেন তাঁরা হলেন কল্যাণব্রত চক্রবর্তী, রামেশ্বর ভট্টাচার্য, দিলীপ দাস, সদানন্দ সিংহ, লক্ষ্মণ বণিক, কৃত্তিবাস চক্রবর্তী, মাধব বণিক, শুভেশ চৌধুরী, সন্তোষ রায়, বিমলেন্দ্র চক্রবর্তী এবং অলক দাশগুপ্ত। পরবর্তীকালে প্রদীপ সরকার, অশোক রায়বর্ধন এবং কাকলি গঙ্গোপাধ্যায়কে এখানে অন্তর্ভুক্তি করা হয়। প্রথমে ভাষাসাহিত্যের প্রকাশকাল ছিল ত্রৈমাসিক। তবে এখন এটার প্রকাশকাল ষাণ্মাসিক। এ সংখ্যায় কবিতার অনুবাদ প্রসঙ্গে প্রবন্ধ লিখেছেন মুহম্মদ নরুল হুদা, কবিতায় মুক্তি নিয়ে জয়ন্ত মহাপাত্র (অনুবাদ কাকলি গঙ্গোপাধ্যায়)। আছে ভারতের ১৬ জন বিভিন্ন ভাষার কবিদের কবিতার বাংলায় অনুবাদ। অনুবাদগুলি করেছেন প্রবুদ্ধসুন্দর কর, কৃত্তিবাস চক্রবর্তী, কাকলি গঙ্গোপাধ্যায় এবং রামেশ্বর ভট্টাচার্য। এছাড়া কবিতা লিখেছেন পঙ্কজ বণিক, পায়েল দেব, চিরশ্রী দেবনাথ, নীপবীথি ভৌমিক, চিত্তরঞ্জন দেবনাথ, মৃণালকান্তি দেবনাথ, অনিরুদ্ধ সাহা, দেবাশিস ভট্টাচার্য, তন্ময় দেবনাথ, শরাফত হোসেন, তুষ্টি ভট্টাচার্য, মুজিব ইরম, অরিত্র দে, মৌ সেন, দেবপ্রতিম দেব, প্রবুদ্ধসুন্দর কর, কাকলি গঙ্গোপাধ্যায়, সদানন্দ সিংহ, অশোকানন্দ রায়বর্ধন, শর্মিষ্ঠা পাল, বিমলেন্দ্র চক্রবর্তী, সন্তোষ রায়, দিলীপ দাস, লক্ষ্মণ বণিক, শুভেশ চৌধুরী, মাধব বণিক, অলক দাশগুপ্ত, শক্তি দত্তরায়, নকুল রায়, কৃত্তিবাস চক্রবর্তী এবং কল্যাণব্রত চক্রবর্তী। প্রধান সম্পাদকঃ কল্যাণব্রত চক্রবর্তী। যোগাযোগঃ শান্তি কুটির, নতুন পল্লি, কৃষ্ণনগর, আগরতলা-৭৯৯০০১, ইমেলঃ bhasatripura@rediffmail.com                                               HOME

এই লেখাটা শেয়ার করুন