কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

 শুভেশ চৌধুরীর কবিতা

আমার কবিতা


একদিন একটি মিথ্যাও বলবো না

সময়কে প্রণাম করবো 

যেন সঠিক মুহূর্তটি থেকে তিনি আমাকে জানিয়ে দেন ইহা সত্য

ইহা পাকিয়া টুসটুসে 

পরিপূর্ণ

অর্ধসত্য বা অপরিপক্ক নয়



আন্দোলন বুকে 


শব্দ ছুটে আসছে কোন শীতল গ্রহ থেকে , সরীসৃপের মত দ্রুত যেনো বিভক্ত তরঙ্গের শৃঙ্খল । এক শীতলতা থেকে বেড়িয়ে এসে বসন্ত গ্রীষ্ম ও বরষায় ঋতুস্নান তার আকাঙ্ক্ষা । আমার অনেকের কথা জানা যারা শীতল হতে হতে ঝরে পড়েছে অমোঘ এক ভালবাসাহীন জগতে, রিক্ত হৃদয় আর কোনদিন দেহে রক্তকে উজ্জীবিত করতে পারেনি । আজ সকল মানুষের প্রতি শ্রদ্ধা হেতু , কোন পরাজয়কে মেনে নিতে ব্যথা জাগে । যত ঢেউ উঠুক সেই হিম গ্রহটিতে বিদ্যুৎ সংযোগ চাই । কবোষ্ণ হৃদয় হয়ে উঠুক এই বুক ।


HOME

এই লেখাটা শেয়ার করুন