কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

 সন্‌জিৎ বণিকের কবিতা

হুল


অঙ্গুলিহেলনে নাচে পুতুল

যে আছে ধরাছোঁয়ায়

বুকের পাঁজর বিক্রি করে

চড়া দাম তো জোগায়! 


ভুখা মানুষ সারা দেশ জুড়ে

কোটি সতের,

তাদের মুখ তো চেনে ওরা

গতর বাড়ে যত্রতত্র!


লাজলজ্জা মানসম্মান

নস্যিই বটে আজ

চোখের চামড়া খসে গেলেও

ভয় পায়না মহারাজ।


মাথার ‘পরে মহাজন এক

শুদ্ধ-শান্তির সাজ

রাজকার্য যেথায় খুশি

গদির গরম থাক!


অঙুলিহেলনে নাচে পুতুল

নাচে নেতা চোর,

পরের মাথায় কাঁঠাল ভেঙে

আম জনতাই চোর!


গরীব মানুষ গরীবই থাকে

যতোই বাজাও ঢেলে,

করতালিতে মিটিং-মিছিল

স্বপ্নেরই ডামাডোল! 



উল্কা


আকাশ থেকে ছিটকে পড়া তারাদের

পৃথিবীপথে মিলিয়ে যাবার দৃশ্য

দেখেছেন অনেকেই

দুঃসংবাদের সূচনা নাকি বয়ে নিয়ে আসে

এইসব মৃত তারারা!


মানুষের প্রতিদিনকার সুখদুঃখের মতোই

তাদের ঝরে যাওয়া প্রাকৃতিক,

সেখানে দুঃখ নেই সুখ নেই;

যা কিছু প্রাণবন্ত,

রৌদ্র-ছায়ার সুখ আলো-বাতাসের সুখ। 

আর বৃষ্টিঝরা রাতের অসুখ

মানুষের আকাশের ও বাতাসের

দিগন্তরেখা জুড়ে

জড়িয়ে যাওয়া সুখ, মনকে ভালবেসে,

আকাশকে ভালবাসে অবিরাম;

বৃষ্টিধারার মতোই। 


HOME

এই লেখাটা শেয়ার করুন