কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

 সদানন্দ সিংহের কবিতা

পাখি


তখন খাঁ খাঁ রোদ, বিশ্রী হাওয়ার তাপ

সব খুলে আমি চিৎপাত

আরো চিৎ হতে হতে ঝুলে থাকা পঁয়ত্রিশ ডিগ্রির কোণে

আমি আটকে যাই – এক দাড়িওয়ালা পাখির মুখে

পাখির মুখে কিনা এক গোছা দাড়ি ঢলঢল হয়ে ঝুলছে


জ্ঞানবৃক্ষ কাকে বলে জানিনা, বৃক্ষজ্ঞানী কাকে বলে জানিনা

মৃত্যুর আছে সব কিছু অস্পৃশ্য হয়ে যায়,

               মৃত্যু কেমন মহিমাময় ?


মাথার ওপর সমুদ্রোচ্ছ্বাস চলে যাবে বলে

ঝুলে থাকা দাড়ির মুখে আমি সাংখ্যতত্ত্ব খুঁজি;

           কপিলের সাংখ্যদর্শন বড্ড অস্বস্তিপূর্ণ


এইসব ভেবে, আরো সব খুলে

আরো চিৎ হতে হতে টের পাই

আমার মাথার চুলে কতো বড়ো বড়ো পাখিদের বাসা

বেঁধে গেছে

HOME

এই লেখাটা শেয়ার করুন