কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দিলীপ দাসের কবিতা

এমন নির্গুণ, তবু


কপটতা শিখিনি বলে কাকেদের সভায়

বড়ো ম্লান হয়ে থাকি। ইহারা কি ময়ূরপুচ্ছ?

ভালো করে তাকিয়ে দেখিনি।


সার্থক রমণী এক হ্রস্ববসনা

তাকে আমি মিথ্যে বলে জানি,

এমনি কপাল আমার, গুরুজনদের

কথা মেনে, তার কাছ থেকে

আজও কিছু শিখিনি।


এমন নির্গুণ জেনেও, ভাগ্য আমার,

সে শুধু চৌদ্দ পুরুষ নদীর কিনারে

রোদ-বৃষ্টি-ঝড়জলে

মেঘের মাস্তুল থেকে কখনো চোখ সরায়নি – 



ইহারা


ইহারা এখন আমাদের জীবিত বংশধর

ইহাদের প্রতিভার আলোকে

দীপ্তিময় চারিধার


যদিও ইহারা শালুকের মূল খোঁজেনি

যদিও ইহারা অভাবের দিনে খায়নি

শামুকের গুগলির গেড়ির মাংস

কিন্তু ইহারা ভালোই জানে চিকেন-রহস্য

সিঁড়ির কয়ধাপ পরে কাহার নিবাস


ইহারাই নাকি এ যুগের শেষ ভরসা

কেননা ইহারা প্রকৃত জানে 


HOME

এই লেখাটা শেয়ার করুন