কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মাধব বণিকের কবিতা

আকাশপাখি


অসফল বাক্যগুলি মিছিল শেষে বাড়ি

ফিরে গেছে। ব্রহ্মনাদের গার্হস্থ্য-শূন্যতাগুলো

ঝিকিমিকি রোদে পুড়তে পুড়তে

মিশে যাচ্ছে ধুলোয়। না পাওয়ার

পোড়া দাগগুলো নিজে নিজে

বকে চলেছে কু-কথা। আকাশের

অনন্ত পর্যবেক্ষণের পাশে এ যেন

এক গভীর খাদ। গয়ংগচ্ছ পা-দুখানি

অনিচ্ছার সুতো বেঁধে দাঁড়িয়েই থাকে।

বাঁশের গাঁটে লুকোনো পয়সাগুলো

একমনে বাজে, দো-তারার মোহে ফের

চান শেষে বাড়ি ফিরে আকাশপাখি।

ঘর গুছিয়ে শুরু হয় সন্ধ্যেসাজ। পাটনি-বোরাখা

হয়ে যে রাস্তাটি হারিয়ে গেছে বনে, তার খোঁজে খোঁজে

ব্যাকুল আর্তিগুলি পৌঁছে গেছে ড্রয়িংরুম পেরিয়ে

অন্ধ-আততায়ীর পায়ে। নাছোড় গল্পগ্রন্থে আটকে

আছে মৃতমাছির পাখা। 


HOME

এই লেখাটা শেয়ার করুন