কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রামেশ্বর ভট্টাচার্যের কবিতা

নিরাপদ দূরত্বে


নিরাপদ দূরত্বে না থাকলে বোকা চাঁদও এসে

হানা দেবে তেতলার ছাদে, ভিজে গলায়

সব কথাই নির্ভেজাল মনে হয়, শুধু নীল

বিছানায় জোনাকি ঢুকে গেলে

বিসংবাদ ছড়িয়ে পড়ে বাংলা কবিতায়।


আজকাল কে কাকে পুরস্কার দেবে

এ নিয়ে হৈ চৈ করছে কালো কবিরা

নিরাপদ দূরত্বে থাকলেও রাতের আভায়

অবিশ্বাসী করতল ছুঁয়ে যায় লাল

টুকটুকে মৃসণ আপেল, বালিকার


মঙ্গলগ্রহ থেকে এক দঙ্গল বায়ুভুক

কাচপোকারা এসে দখল করে নেবে

রবিবারসীয় সাহিত্যের সবুজ পাতা।


আজকাল কোন দূরত্বই আর তেমন

নিরাপদ নয়, সে কথা জেনেছে

                অবোধ-বালিকা।


HOME

এই লেখাটা শেয়ার করুন