কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সমিত ভৌমিকের কবিতা

কলাগাছ 


নরম বাতাসে নেচে ওঠে কলাগাছ


একসময় চিড় ধরে পাতাগুলোর শরীরে


আবার নাচ শুরু হবার আগেই

গলাকাটা কলাগাছ

পড়ে থাকে একা

অসহায় চেতনা জুড়ে... 



পিঁপড়ে


এখানে নামে না ক্লান্তি

রাতগুলো শেয়ালের মতো পালায়। 


রিপুর দোকানে ভিড় নেই কোনো

বিক্রেতা না খেয়ে মরে


আলো আর আঁধার চেনে না এরা

মাথার কেবল কাজ জমে থাকে।



তোমার উঠোন


এই তো উড়িয়ে দিলাম

অসমাপ্ত পাণ্ডুলিপি,

তোমার উঠোনে


গুছিয়ে নিও

নিজের মত

মিঠে আদরে


মাঠের ফসল আনব তুলে,

খেয়ালি পারদ  

লতা পাতার ভিড় সরে, আসুক শরৎ।

HOME

এই লেখাটা শেয়ার করুন